মুজিব বর্ষ উপলক্ষ্যে জৈন্তা ফটোগ্রাফি সোসাইটি‘র উদ্যোগে ডিবির হাওর লাল শাপলা বিলে বৃক্ষ রোপণ
বিশ্ববাংলানিউজ২৪

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ
সিলেট জৈন্তাপুর উপজেলার জৈন্তা ফটোগ্রাফি সোসাইটি‘র উদ্যোগে উপজেলার ডিবির হাওর লাল শাপলা বিলের রাস্তায় ছায়া সৃষ্টির লক্ষ্যে মুজিব বর্ষ-২০২০ উপলক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
২৩ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় জৈন্তা ফটোগ্রাফি সোসাইটি (জেপিএস)‘র বাস্তবায়নে, ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ, জৈন্তাপুর উপজেলা শাখা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ফখরুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এখলাছুর রহমান‘র সার্বিক সহযোগিতায় জৈন্তাপুর উপজেলার লাল শাপলা বিলের রাস্তায় দ্বিতীয় পর্যায়ে শিমুল, জারুল, হিজল, করচ, কদম ও তাল গাছ সহ বিভিন্ন প্রজাতির অন্তত ৪শ বৃক্ষের চারা রোপন করা হয়।
বৃক্ষের চারা রোপণ কমসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট ফটোগ্রাফি সোসাইটি এসপিএস’র সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, জগলুল হায়াৎ, আব্দুল মোনায়েম, জৈন্তা ফটোগ্রাফি সোসাইটির প্রধান এডমিন সহকারী অধ্যাপক মোঃ খায়রুল ইসলাম, জৈন্তাপুর ইউপি’র চেয়ারম্যান এখলাছুর রহমান, ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি ভানু চন্দ্র নাথ, সহ সভাপতি সমর মোহন ধর, সাধারণ সম্পাদক সোহেব আহমদ, সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ, জৈন্তা ফটোগ্রাফি সোসাইটির মডারেটার সাংবাদিক মোঃ রেজওয়ান করিম সাব্বির, সাংবাদিক আবুল হোসেন মোঃ হানিফ, জৈন্তাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আহমদ আলী, ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সদস্য অরুনাংশ দাশ, গৌতম চন্দ্র সুত্রধর, আব্দুল জব্বার, ইশতিয়াক আহমদ, সাহাব উদ্দিন, দোলোয়ার হোসেন, মোর্শেদা বেগম, জাবেল খলিল চৌধুরী, সানজিদা ইসরাত।
প্রধান অথিতি‘র বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন বলেন, জৈন্তাপুর উপজেলার প্রকৃতি প্রেমী ও পর্যটদের আকর্ষণ বৃদ্ধি করতে ফটোগ্রাফার, প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের ব্যাপক প্রচারনার ফলে বিগত ২০১৪ সালে থেকে জৈন্তাপুর উপজেলা ডিবির হাওর এলাকার লাল শাপলার বিলগুলো হল ডিবি বিল, ইয়াম বিল, হরফকাটা বিল ও কেন্দ্রী বিল বিশ্ববাসীর কাছে ব্যাপক পরিচিতি লাভ করে। ইতোমধ্যে জৈন্তাপুর উপজেলার একমাত্র জৈন্তা ফটোগ্রাফি সোসাইটি’র আন্তরিক প্রচেষ্টায় পর্যটকদের আকর্ষন বাড়াতে ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ, জৈন্তাপুর উপজেলা শাখা ও স্থানীয় সমাজসেবী ব্যক্তিগনের সহায়তায় মুজিব বষর্-কে সামনে রেখে রাস্তার পাশে বৃক্ষের চারা রোপণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের এই মানবিকতার অবদান ব্যাপক প্রসংশার দাবী রাখে। তিনি এলাকাবাসী, শাপলা বিল সুরক্ষা কমিটি ও সংশ্লিষ্ট এলাকার বিজিবি সহ পর্যটকদের কাছে বৃক্ষের চারা সুরক্ষা ও পরিচর্যা কাজে সহায়তা করার আহবান জানান।
0 Comments
Add new comment