গোয়ালা বাজার থেকে খাদিম পুর পর্যন্ত মুক্তিযোদ্ধা শাহ আজিজ সড়ক নাম করনের দাবিঃনাগরিক শোক সভায় বক্তারা
বিশ্ববাংলানিউজ২৪

লন্ডনঃসিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ,বীর মুক্তিযোদ্ধা জননেতা শাহ আজিজুর রহমান স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল পূর্ব লন্ডনের একটি অভিজাত ইভেন্ট ভ্যানুতে ৯ অক্টোবর মঙ্লবার অনুষ্ঠিত হয়।বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান কমিউনিটি নেতা শ্রী রবীন পালের সভাপতিত্বে ও বালাগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিরু ও বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম এর যৌর্থ পরিচালনায় অনুষ্ঠিত
সভায় বক্তারা বলেন সময়ের সাহসী সন্তান বীর মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমান ছিলেন গনমানুষের নেতা, সাদা মনের এই মানুষটিকে লোভ লালসা কখনো গ্রাস করতে পারেনি বক্তারা তার স্মৃতি রক্ষার্থে গোয়ালা বাজার থেকে খাদিম পুর পর্যন্ত সড়ক মুক্তিযোদ্ধা শাহ আজিজ সড়ক নামে নাম করনের দাবি জানান। এবং তা বাস্তবায়নে লক্ষে কার্যকরী উদ্যোগ গ্রহনের প্রস্তাব দেন।
, নাগরিক শোক সভায় বক্তব্য রাখছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব সুলতান মাহমুদ শরীফ এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সাজিদুর রহমান ফারুক, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা ফয়জুল ইসলাম লস্কর, মরহুম শাহ আজিজুর রহমানের ছোট ভাই শাহ আলফাজুর রহমান , ভাগনা বাতিরুল হক সরদার, কমিউনিটি নেতা কবির উদ্দিন, নুরুল হক নুর আলী, তাজির উদ্দিন মান্নান, এসআই চৌধুরী বাবলু,আব্দুল বাছির,সিরাজুল ইসলাম তছলু, মুহিবুর রহমান, জামাল খান, আক্তার হোসেন বাবলু,সারওয়ার জাহান,বাবুল খানসহ অর্ধশতাধিক রাজনীতিক সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
0 Comments
Add new comment